রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হলের ছাদ থেকে পলেস্তারা খসে পড়েছে। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে হলের ৩৩১ নাম্বার কক্ষ থেকে পলেস্তারা খসে পড়ে। এতে শিক্ষার্থীদের কোন ক্ষতি না হলেও আসবাবপত্র ভেঙ্গে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই রুমে আরও একাধিকবার পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। সংস্কার হয়েছে, আবার খসে পড়েছে। শুধু ওই কক্ষ নয়, হলের তৃতীয় তলায় ছাদের অবস্থা ভয়াবহ। হলের সিঁড়িতেও ধরছে ফাটল। অন্যান্য তলার অবস্থাও তেমন একটা ভালো নয়।  ছাদ থেকে খসে পড়া পলেস্তারার টুকরার আঘাতে মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয় ডাইনিংয়ের এক কর্মচারীর। তাছাড়া বিভিন্ন সময়ে আহত হয়েছেন শিক্ষার্থী ও কর্মচারীরা। এ অবস্থায় হলে থাকা নিয়ে শঙ্কায় রয়েছে আবাসিক শিক্ষার্থীরা। তাই হলকে ব্লক করে দেওয়া কিংবা ছাদ ভেঙে পুরোটাই সংস্কার দাবি জানান তারা।

হলের ৩৩১ নম্বর কক্ষে থাকা ফলিত গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিউল ইসলাম জানান, রাতে পড়াশোনা শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে রুমে ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে। কিন্তু আমাদের বেডিং একটু দূরে হওয়ায় কোন দূর্ঘটনা ঘটেনি। এনিয়ে আমরা বেশ উদ্বিগ্ন। সব সময় শঙ্কায় থাকি।তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই হলের বিভিন্ন সমস্যা নিয়েই আন্দোলন হয়েছে। কিন্তু হলের পলেস্তারা বা ছাদ ঠিক করা হচ্ছে না। প্রশাসনকে বারবার অবহিত করার পরও যদি না হল সংস্কার না করেন তাহলে আমাদের দূর্ঘটনার দায় তাদেরকেই নিতে হবে।নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ ড. মো. একরাম হোসেন জানান, হল সংস্কার করার টেন্ডার এখনো হয়নি।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে আশ্বস্ত করছে অতি শীঘ্রই হলের টেন্ডার পাশ হবে। আর পাশ হলেই কাজ শুরু হবে। তবে কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত তিনি শিক্ষার্থীদের সতর্কতা অবলম্বন এবং কোথাও এমন সমস্যা হলে হল কর্তৃপক্ষকে জানানোর কথা বলেন।

মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে