রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সামাজিক সংগঠন ‘বন্ধন’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সমাজ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মুসফিকা তাসলিমকে আহ্বায়ক এবং মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান সোহানকে যুগ্ম-আহবায়ক করে নয় সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
রোববার দুপুরে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক মিলনায়তনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসাইন এ কমিটি ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যরা হলেন, মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম, মিজানুর রহমান, বাংলা বিভাগের তৃতীয় বর্ষের রাশেদুল ইসলাম, সমাজ বিজ্ঞান বিভাগের নাইম আশরাফ, তমাল হোসাইন, প্রীতি রায় এবং আল-আমিন প্রমুখ।
প্রসঙ্গত, রাজশাহী এলাকার আর্থ সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের লক্ষে স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে, আত্মনির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠন করাসহ মোট ১১ টি উদ্দেশ্যকে সামনে রেখে ২০১৭ সালে যাত্রা শুরু করে সংগঠনটি।
মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ