রাবি প্রতিনিধিঃ পহেলা বৈশাখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মঙ্গল শোভাযাত্রায় কোন ধরনের মুখোশ পরা ও ভুভুজেলা বাঁশিতে  বাজাতে নিষেধাজ্ঞা করা করা হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান এ তথ্য জানান।

লুৎফর রহমান জানান, নিরাপত্তার কথা বিবেচনায় রেখে বর্ষবরণ অনুষ্ঠান সন্ধ্যা ৬ টার মধ্যে শেষ করা এবং ওই দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্যাম্পাসে কোন ধরনের যানবাহন চালানোর র নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র দুপুরে খাবার বহনকারী যানবাহনগুলো বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট হয়ে প্রবেশ করতে পারবে।

এদিকে ‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’ এই শ্লোগানকে নিয়ে রোববার সকাল ৯ টায় চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাতে প্রধান মোটিফ লোকজ ঘোড়াসহ ময়ূর, হাতি নিয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হবে।এ নিয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিভিন্ন বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে