রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির  নির্বাচনে বিশ্ববিদ্যালয়  প্রশাসনের বিরুদ্বে পক্ষপাতমূলক আচরণ ও নির্বাচন থেকে সরে যেতে হুমকি-ধমকি ও চাপ প্রয়োগের অভিযোগ তুলেছেন একজন  স্বতন্ত্র প্রার্থী। কামরুজ্জামান চঞ্চল নামের এই প্রার্থী এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী যিনি  রাজশাহী জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জিমনেশিয়াম সাংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলেন তিনি ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সমিতির গঠনতন্ত্র মোতাবেক প্যানেল ছাড়াই স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি। এর পর থেকেই উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান ও  উপ-উপাচার্য  অধ্যাপক  চৌধুরী মো. জাকারিয়া নির্বাচন থেকে সরে দাঁড়াতে চেষ্টা চালান। পরে প্রত্যেক প্রার্থী নির্বাচনী ইশতেহার ঘোষণা করলে আমিও ইশতেহার ঘোষণা করি। তবে ইশতেহার নিয়ে অন্য প্রার্থীকে কোন ধরনের রাবি প্রশাসনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়নি। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকেই সরে দাঁড়ানোর জন্য বিভিন্ন মাধ্যেমে আমার উপর চাপ সৃষ্টি করা হয়। সম্প্রতি গত ২৮মার্চ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর ড. এম এ বারী স্বাক্ষরিত নির্বাচনী ইশতেহারে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে এমন অভিযোগ এনে আমাকে চিঠি দেওয়া হয়েছে। সেখানে চাকুরি বিধি লঙ্ঘন হয়েছে এবং আমার বিরুদ্বে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়েও হুমকি দেওয়া হয়েছে। তবে রেজিষ্ট্রার স্বাক্ষরিত ওই চিঠিতে আইনের কোন ধারাবলে, কিভাবে চাকুরি বিধি লঙ্ঘন হয়েছে তা সুস্পষ্ট করা হয়নি।

আরও জানান, যে চিঠি পাঠানো হয়েছে সেখানে ক্যাম্পাস ছুটি থাকা সত্বেও তিনদিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর নির্বাচনের ঠিক তিনদিন আগে এ চিঠি পাঠানো হয়। এতে প্রতীয়মান হয় যে, নির্বাচনে সরে দাঁড়াতে বাধ্য করতেই ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এ কৌশল অবলম্বন করা হয়েছে বলে দাবি করেন তিনি। যা অন্য প্রার্থীর ক্ষেত্রে এমন আচরণ করা হয়নি।এ বিষয়ে সমিতির নির্বাচন কমিশনার  মো. জিয়াউল আলম জানান, নির্বাচনে এখনো পর্যন্ত কোন প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করেনি এবং কেউ লিখিত ও মৌখিক অভিযোগও দেয়নি। তবে অভিযোগ পেলে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলে জানান তিনি।এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এম এ বারী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শৃঙ্খলার স্বার্থে সব বিষয় এড়িয়ে যেতে পারেন না। এর বাইরে প্রতিবেদকের সঙ্গে মুঠোফোনে কথা বলতে রাজি হননি রেজিস্ট্রার।

এসময় উপস্থিত ছিলেন, রাবি শাখা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি তারিকুল হাসান।এদিকে রাবি অফিসার সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৩১ মার্চ রোববার জুবেরী ভবন দক্ষিণ লাউঞ্জে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে