রাবি প্রতিনিধিঃ চতুর্থ শিল্প বিপ্লবের ধাক্কা যদি আমরা সামলাতে না পারি তাহলে আমরা মারাত্বক ঝুঁকির মধ্যে পড়ে যাব। এর জন্য আমাদের ব্যাপক প্রসার ঘটাতে হবে। এখন আমাদের জন্য কর্মসংস্থান ব্যবস্থাপনা কোন সমস্যা নয়, সমস্যা  হল নিজেকে সে কর্মসংস্থানের জন্য যোগ্য করে গড়ে তোলা। আমাদের সে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে হবে।

আগে শিক্ষার ধারণা ছিল কিছু পাঠ্যপুস্তক আর সিলেবাস নির্ভর। এখন তা হয়ে উঠেছে ইন্টারনেট নির্ভর। যদি গ্রাম এবং শহরের কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যর বৈষম্য দুর করতে চাই তাহলে ইন্টারনেট ও প্রযুক্তিতে  যুক্ত করার বিকল্প নেই।  বলছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে দিনব্যাপী আইটি-আইটিইএস চাকুরী মেলায় সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন ‘আমাদের দেশের মোট জনগোষ্ঠীর ৭০ শতাংশ তরুন যাদের বয়স ৩৫ এর নীচে। এই ধরনের সুযোগ পৃথিবীর ২০০ টি দেশের মধ্যে খুব কম দেশেরই আছে। এখন আমাদের জনশক্তির এই সুযোগ কাজে লাগানোর সময় এসেছে। আজকের পৃথিবীতে জানার কোন শেষ নেই। কৃষি পর্যন্ত এখন প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। আজকের কৃষি আর সেই লাঙ্গলের-জোয়ালের সাধারণ  কৃষি নেই। এখন কৃষিতে নেতৃত্ব দিবে তারাই যারা কৃষি এবং প্রযুক্তির জ্ঞান সমন্বয় করতে পারবে।

তরুণদের উদ্দেশ্য তিনি বলেন, এখন কর্মসংস্থান ব্যবস্থা করার কোন সমস্য নেই। সমস্য হচ্ছে নিজেকে সেই কর্মসংস্থানের জন্য যোগ্য করে গড়ে তোলা। সেটাই সব চাইতে বড় চ্যালেঞ্জ। চতুর্থ শিল্প বিপ্লবের ধাক্কা যদি সামলাতে না পারি তাহলে আমরা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যাব। এলআইইটির ইন্ড্রাস্ট্রি প্রমোশন স্পেশালিস্ট হাসান বেনাউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন, রাবি ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের প্রফেসর ড. শাহ আজম শান্তনু, এলআইসিটি এনডিসি প্রকল্প পরিচালক রেজাউল করিম প্রমুখ। তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ-তরুণীদের ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের মিলনমেলায় পরিনত হয়েছিল মেলা প্রাঙ্গণ। এই জব ফেয়ারে অংশ নেয়া প্রার্থীদের মধ্য থেকে প্রায় ৬০০০ জনের সিভি সংগ্রহ করে সেখান থেকে ৩০০-এর অধিক প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

এর আগে সকাল ১০টায় মেলাটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। এদিকে মেলায় রোবটিক্স প্রতিযোগীতায় চাম্পিয়ন হয় টিম টেসলা, প্রথম রানার্স আপ হয় এক্সপোজার, দ্বিতীয় রানার্স আপ শূণ্য ল্যাব। পরে তাদের হাতে প্রাইজমানি তোলে দেন মন্ত্রী।

মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে