রাবি প্রতিনিধিঃ নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উদযাপন  হয়েছে স্বাধীনতা জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে প্রশাসন। পরে সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন তাঁরা। এদিকে, ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসন ভবনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৬টায় বিভিন্ন আবাসিক হল, ইনস্টিটিউট, বিভাগ, অন্যান্য পেশাজীবী এবং সামাজিকসাংস্কৃতিক প্রতিষ্ঠান সংগঠনের পক্ষ থেকে প্রভাতফেরী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ৭টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গণকবর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পৌনে ৯টায় শেখ রাসেল মডেল স্কুল বিশ্ববিদ্যালয় স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে সকাল সাড়ে ৯টায় বিএনসিসি, রোভার স্কাউট রেঞ্জারদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। রাবি উপাচার্য কুচকাওয়াজ পরিদর্শন তাদের অভিবাদন গ্রহণ করেন। এরপর বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবস প্রীতি ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

পুষ্পস্তবক অর্পণের সময় উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান, উপউপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু প্রমুখ উপস্থিত ছিলেন।

মেশকাত মিশু
রাবি  নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে