রাজশাহী বিশ্ববিদ্যালয়(মেশকাত মিশু)।। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) ক্যাম্পাসে সোমবার থেকে শুরু হতে যাচ্ছে দেশের প্রথম ব্যতিক্রমীধর্মী নাট্যমেলা। থিয়েটার পত্রিকা ‘আনর্ত’র আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিরাজী ভবনস্থ ‘আনর্ত আঙ্গিনায়’ ও কাজী নজরুল ইসলাম মিলনায়তনে চলবে দুই দিনব্যাপী এই মেলা।
আজ শনিবার সকাল ১০টায় ‘আনর্ত আঙ্গিনায়’ এক সংবাদ সম্মেলনে দুই দিনব্যাপী এ মেলা সম্পর্কে সংবাদকর্মীদের জানাচ্ছিলেন থিয়েটার পত্রিকা ‘আনর্ত’র সম্পাদক ও নাট্যকলা বিভাগের সভাপতি আতাউর রহমান রাজু। তিনি বলেন, আমার জানামতে,দেশে অনেক নাট্য উৎসব হয়েছে কিন্তু কোথাও ‘নাট্যমেলা’ হয়নি। সে হিসেবে এটিই দেশের প্রথম নাট্যমেলা। নিঃসন্দেহে দেশের তথা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ।
মেলার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান। এছাড়াও বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা , অধ্যাপক ড. চৌধুরী এম. জাকারিয়া, নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, লিয়াকত আলী লাকী, বিপ্লব বালা প্রমুখ। দুই দিনব্যাপী এ আয়োজনের মধ্যে থাকবে- নাটক, নাটকের গান, নাট্য-আডডা, বৈঠক, নাট্য-উপকরণ প্রদর্শনী, বইয়ের দোকান, রাজশাহী বিভাগীয় নাটকের উল্লেখযোগ্য দলসমূহের স্টল। আর বিরতিহীন সৌহার্দ্য বিনিময় চলবে থিয়েটারের মানুষে মানুষে।
উল্লেখ্য, প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা প্রাঙ্গনে বাবুল বিশ্বাসের প্রদর্শনী ও নাটকের বইয়ের হাট চলবে।
মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ