সিনান আহমেদ শুভঃ রাজবাড়ীতে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, “স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে।” কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমানে সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে কোনো জনপ্রতিনিধি নেই। ফলে স্থানীয় অবকাঠামো নির্মাণ, অগ্রগতি ও উন্নয়ন ব্যাহত হচ্ছে। রিলিফ, ভিজিডি, কাবিখা ইত্যাদির জন্য জনগণ জনপ্রতিনিধিদের কাছে আসে, কিন্তু তারা এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।”
তিনি আরও বলেন, “অনেকে মনে করেন, নিরপেক্ষভাবে স্থানীয় নির্বাচন হলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজরা জয়ী হতে পারবে না। তাই তারা আগে জাতীয় নির্বাচন চায়। কিন্তু আমরা চাই, আগে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন হোক।” তিনি নির্বাচন কমিশনের সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, “প্রথমে নির্বাচন কমিশনের যৌক্তিক সংস্কার করতে হবে, তারপর অপরাধীদের বিচার করতে হবে। এরপর স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করে জাতীয় নির্বাচন দিতে হবে।” শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা জামায়াতের আমীর এ্যাড. মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ.এইচ.এম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোঃ দোলেওয়ার হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ।
রাজবাড়ী নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ





























