জহির সিকদারঃ ‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্রশিবির জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার(৬ জানুয়ারি) সকালে শহরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন স্লোগান সংবলিত প্লে কার্ডবর্ণাঢ্য নিয়ে র্যালিটি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরেরর কাউতলি মোর থেকে শুরু হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
ইসলামী ছাত্রশিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি জুলফিকার হায়দার রাফির সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন, শিবিরের সাবেক জেলা সভাপতি ও জেলা জামায়াতে ইসরামীর সেক্রেটারি মাও মোবারক হোসেন, জেলা জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারি কাজী সিরাজ, শিবিরের সাবেক জেলা সভাপতি মাও আমির হোসেন, এড. মকবুল হোসেন, মোঃ রুকন উদ্দিন, সাবেক জেলা সেক্রেটারি সোহরাবুর রহমান নিপু, হাফেজ কাউছার, আছিফ সালমানসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবন্দ। সভাপতির বক্তৃতায় ইসলামী ছাত্রশিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হাসান মাহমুদ বলেন- ইসলামি ছাত্রশিবির কেবল একটি ছাত্রসংগঠন নয় এটি একটি ক্রিয়েটিভ ও স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানও বটে। এই সংগঠন সাধারণ শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, মানোন্নয়ন এবং প্রচলিত শিক্ষার সীমানা ছাড়িয়ে জ্ঞানের এক বিস্তৃত জগতের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেয়।
তাই জাতির প্রত্যাশা পূরণের জন্য আদর্শিক নেতৃত্ব ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মহান লক্ষ্য নিয়ে নানাবিধ প্রতিকূলতার মাঝে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে অবিচল থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আদর্শিক পথচলায় ছাত্রজনতার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ





























