মোঃ তানসেন আবেদীনঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যাপক মো: রেজাউল করিম বলেছেন, “বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় এবং মানুষ শান্তিতে বসবাস করতে পারে। আমি সোনারগাঁওয়ে ব্যাপক উন্নয়ন কাজ করেছি। দেশের উন্নয়ন করতে হলে আপনাদের বিএনপিকে ভোটের মাধ্যমে ক্ষমতায় আনতে হবে।” শুক্রবার ১৭ জানুয়ারি বিকালে সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

এ সময় বিএনপি নেতা মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, আশ্রাফ মোল্লা, নজরুল ইসলাম, রফিকুল আলম, মামুন, আওলাদ হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে