কে এম শাহীন রেজাঃ বর্ণিল আয়োজনে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস উদযাপন করা হয়েছে। গত সোমবার জাতীয় পতাকা উত্তোলন, পায়রা এবং বেলুন উড়িয়ে ৪৬তম ইবি দিবসের বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়। উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ডিন, সব হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের ইতি টানা হয়। শোভাযাত্রা শেষে টিএসসিসিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে জুলাই বিপ্লবের ওপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এসময় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলীনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের ৪৬ বছরের পথচলায় সবাই অবদান রেখেছে। সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয় এই পর্যায়ে এসেছে। আমি আল্লাহকে ও আপনাদের সাক্ষী রেখে কিছু প্রতিজ্ঞা করতে চাই। আমি সবক্ষেত্রে আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করব। যেই প্রতিজ্ঞা নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে এবং শহিদ হয়েছে সেই শহিদের প্রতিজ্ঞা বাস্তবায়নে কাজ করতে চাই।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে