বাংলা একাডেমী থেকে বইমেলা সরানো যাবে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। এক দুই বছরের জন্য একাডেমীর সামনের রাস্তায় মেলা হতে পারে বলে জানান তিনি।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বইমেলা উপলক্ষে বাংলা একাডেমীতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। একাডেমী তার মান ধরে রাখতে পারেনি অভিযোগ করে সম্প্রতি কথাসাহিত্যিক জাকির তালুকদার বাংলা একাডেমী পুরষ্কার ফেরত দেন। এ বিষয়ে মহাপরিচালক জানান, কমিটি পরবর্তীতে এ বিষয়ে বসবে। পুরো মেলায় ইট বিছানো ব্যয়সাপেক্ষ বলে কিছু অংশে বিছানো হবে বলে সংবাদ সম্মেলনে জানান মেলার সদস্য সচিব। এবার মেলায় খাবারের মান ও দামের বিষয়ে বিশেষ নজর দেয়া হবে বলে জানান তিনি। এছাড়াও বাংলা একাডেমী পুরষ্কারের অর্থমূল্য বাড়ানোর বিষয়ে আপাতত একাডেমীর কিছু করার নেই বলে জানান মহাপরিচালক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে