তিউনিশিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকা ডুবির ঘটনায় অন্তত ৫০’ব্যক্তি নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে তারা ডুবে গেছেন। ঘটনাস্থল থেকে ৩৩’ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে, যাদের সবাই বাংলাদেশি। তিউশিনিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলের এসফ্যাক্সে সোমবার অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোহামেদ জাকরির বরাতে বার্তাসংস্থা এপি জানিয়েছে যে সেই ঘটনায় ৫০’জনের বেশি মানুষ সাগরে ডুবে গেছেন। দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা একটি তেলের খনির কর্মীরা নৌকাটি ডুবে যেতে দেখলে কর্তৃপক্ষকে সতর্ক করে, এরপর সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে তিউনিশিয়ার নৌবাহিনী। তবে, যারা মারা গেছেন, তাদের নাগরিকত্ব এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএম-এর মুখপাত্র ফ্লাভিও দি জাকোমো জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে যে ৩৩’জন বাংলাদেশীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিবাসীদের বহনকারী নৌকাটি রবিবার লিবিয়ার জাবারা থেকে যাত্রা শুরু করেছিল উল্লেখ করে টুইটও করেছেন তিনি। তিউনিশিয়ায় আইওএম এর মুখপাত্র রিয়াদ কাদি উদ্ধারকৃত অভিবাসীদের বরাতে জানিয়েছেন যে লিবিয়া ছাড়ার সময় নৌকাটিতে ৯০ জনের মতো যাত্রী ছিল৷
উদ্ধার অভিযান
তিউনিশিয়ার টিএপি সংবাদ সংস্থা জানিয়েছে দেশটির নৌবাহিনী সোমবার জেরবা দ্বীপে কাছে প্রায় ডুবতে বসা আরেকটি নৌকা থেকে বাংলাদেশি, মরক্কান এবং সাব-সাহারান আফ্রিকা থেকে আসা ১১৩ অভিবাসীকে উদ্ধার করেছে৷ উদ্ধারকৃতদের মানবিক সহায়তা এবং আশ্রয় দিচ্ছে আইওএম৷।
প্রসঙ্গত, চলতি বছর তিউনিশিয়া থেকে সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টার হার গতবছরের একই সময়ের তুলনায় তিনগুণ বেশি৷ গত দুই মাসে টিউনিশিয়া উপকূলে অন্তত পাঁচটি অভিবাসী বহনকারী নৌকা ডুবে গেছে৷ চলতি মাসের শুরুর দিকে এক নৌকা ডুবির ঘটনায় ১৭’অভিবাসীর সলিল সমাধি হয়েছে।
আন্তর্জাতিক নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























