তাহসিন হাসানঃ ফ্রান্সের চ্যানেল ও উত্তর সাগর সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) কালে উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে যায়। ফরাসি নৌবাহিনীর চার্টার উদ্ধার জাহাজ আবেই নরমান্দি ঘটনাস্থলে পৌঁছে মোট ৭০ জন অভিবাসীকে উদ্ধার করে। তবে এদের মধ্যে একজনের জীবন রক্ষা করা সম্ভব হয়নি।স্থানীয় প্রশাসনিক দপ্তর থেকে জানানো হয়, উদ্ধার হওয়া অভিবাসীদের অর্ধেকেরই লাইফ জ্যাকেট ছিল না। দুর্ঘটনার পর তাদের দায়িত্ব দেওয়া হয় বুলন সুর মের অঞ্চলের মেরিটাইম মেডিকেল টিমকে।

আহতদের মধ্যে দুইজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়, যাদের মধ্যে একজনকে হেলিকপ্টারে করে কালে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। অপর ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার পর তার জ্ঞান ফিরে আসে।অবৈধ পারাপারের সংখ্যা বাড়ছে সাম্প্রতিক সময়ে চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা বেড়েছে। গেল সপ্তাহান্তেও অসংখ্য অভিবাসী ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পার হওয়ার চেষ্টা করেন।সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ফরাসি উপকূল থেকে চ্যানেল পার হয়ে ৩৬,৮১৬ জন মানুষ যুক্তরাজ্যে পৌঁছেছেন—যা ২০২৩ সালের তুলনায় ২৫% বেশি। ফ্রান্স সরকার নানা উদ্যোগ নেওয়ার পরও অভিবাসীরা এই ঝুঁকিপূর্ণ যাত্রা থেকে পিছিয়ে আসছেন না।

ইংলিশ চ্যানেল বিশ্বের অন্যতম ব্যস্ততম শিপিং রুট। এতে ছোট নৌকা নিয়ে পাড়ি দেওয়াটা অত্যন্ত বিপজ্জনক। নিয়মিত দুর্ঘটনার খবর পাওয়া যায়, যেখানে প্রাণ হারান অনেক অভিবাসী।অবৈধ অভিবাসন ঠেকাতে যুক্তরাজ্যও তৎপর। চ্যানেলজুড়ে অভিবাসীদের পারাপার বন্ধে ফ্রান্সের সঙ্গে যুক্তরাজ্যের সহযোগিতা চুক্তি রয়েছে। তবুও চ্যালেঞ্জ রয়ে গেছে।

প্যারিস নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে