তাহসিন হাসানঃ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ফ্রান্সে কর্মরত মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ)। গতকাল ১৪ মার্চ বৃহস্পতিবার, প্যারিসের অদূরে পন্তার একটি স্থানীয় রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসাইন। সঞ্চালনায় ছিলেন ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি আব্দুল মান্নান আজাদ, স্তা পৌরসভার কাউন্সিলর ও ‘অফিওরা’র নির্বাহী পরিচালক কৌশিক গোলাম রাব্বানী খান, ফ্রান্স শাখা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী চৌধুরী, আইছা প্রো প্রফেশনাল সার্ভিসের সভাপতি ওবায়দুল্লাহ কয়েস, প্যারিসের যুব কাউন্সিলর ও সলিডারিতে আঁজি ফ্রঁস (সাফ)’র প্রেসিডেন্ট নয়ন এনকে, বিসিএফ এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, সিনিয়র সাংবাদিক ও ডিআরইউ’র সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, সাংবাদিক নাজমুল আহসান রাজু, হাবিবুল্লাহ ফাহাদ, বিসিএফ এর সাধারণ সম্পাদক নাজমুল কবির, বাংলাদেশ প্রতিদিন ও নাগরিক টিভির ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল, এইড পয়েন্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফয়সাল আহমেদ, দেশ সার্ভিসের পরিচালক শাহজাহান আহমেদ, আদাপ প্রফেশনাল সার্ভিসের সভাপতি ওয়াদুদ তানভীর, অ্যাক্টিভিস্ট এডভোকেট মনোয়ার পাটোয়ারী, অনলাইন অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান ও খালেদ মাহমুদ, এনটিভি ইউরোপের ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, টাইম টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি অনুক্ত কামরুল, বাংলাভিশন ও জাতীয় দৈনিক দেশরুপান্তর ফ্রান্স প্রতিনিধি ইয়াছির আরাফাত খোকন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি মামুন মাহিন, সাংবাদিক তানভীর আহমেদ তোহা ও দেশ প্রতিদিনের প্রতিনিধি সাইফুল ইসলাম, প্যারিস নেটওয়ার্ক সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়—এটি মানবিক দায়িত্ব ও সমাজ গঠনের এক বিশাল চেতনার নাম। সাংবাদিকতা হবে মানবিক, ন্যায়ভিত্তিক ও চিন্তাশীল সমাজ নির্মাণের পথপ্রদর্শক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সময়োপযোগী বিশ্লেষণ এবং কমিউনিটির সঙ্গে নিবিড় সংযোগই পারে সমাজে সত্য, ন্যায় ও সাম্যের ভিত্তি গড়ে তুলতে। সংবাদ কেবল তথ্যের অনুবাদ নয়, এটি সমাজের মননের প্রতিফলন—একটি জাতির বিবেকের ভাষ্য। ইফতার মাহফিল পরবর্তী মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ,সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতি এ আয়োজনে যোগ করেছে এক অনন্য মাত্রা।
ফ্রান্স নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ