ইয়াছির আরাফাত খোকনঃ পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা বিভাগ প্রবাসী এসোসিয়েশন ফ্রান্স শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে সংগঠনের নবনির্বাচিত সভাপতি আহসানুল হক বুলু-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক খান-এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ প্রবাসী এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম মিয়া। তিনি বলেন, “এই সংগঠন প্রবাসীদের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও আরও কার্যকর ভূমিকা রাখবে।”প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মানিক মিয়া, যিনি সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মোল্লা। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান ও শামীম মোল্লা। অনুষ্ঠানের শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সংগঠনের উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ফ্রান্স নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে