করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশ থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। আজ সোমবার (১০ মে) দেশটির জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।

আগামী ১২’ই মে(বুধবার) থেকে কার্যকর হবে। তবে কত দিন নিষেধাজ্ঞা চলবে সে বিষয়ে জানানো হয়নি। টুইটারে দেয়া এক পোস্টে আরব আমিরাতের জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, ‘ট্রানজিট ফ্লাইট ছাড়া বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা থেকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমানের যাত্রীদের জন্য সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে স্থগিতাদেশ জারি করা হলো। গত ১৪’দিন ধরে যে সব ব্যক্তি এই চার দেশে অবস্থান করছেন তারা মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ঢুকতে পারবেন না। তবে আরব আমিরাত থেকে দেশে ফিরতে পারবেন। এর আগে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ভারত থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে মধ্যপ্রাচ্যের দেশটি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে