ইউরোপ ব্যুরো ডেস্ক রিপোর্ট।। ইতালীস্থ বাংলাদেশ দুতাবাসের রাষ্ট্রদুত শামিম আহসান জানিয়েছেন, যাদের পাসপোর্টের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে অথবা ৩১’শে মার্চের মধ্যে শেষ হয়ে যাবে অথচ এখোনো তারা নতুন পাসপোর্ট ইস্যু কিংবা রি-ইস্যুর জন্য আবেদন করেননি তাদের একটি ইমেইল এড্রেস’সহ পাসপোর্টের একটি স্ক্যান কপি ও প্রয়োজনীয় কাগজপত্র সহকারে দুতাবাসের passportappoitmentrome@gmail.com এই ঠিকানায় অনলাইনের মাধ্যমে নতুন পাসপোর্ট ইস্যু/ রিইস্যুর জন্য জরুরী ভিত্তিতেআবেদন করতে বলা হয়েছে।
আন্তর্জাতিক নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ