নাজমুল আহসান তুহিন(ইউরোপ ব্যুরো প্রধান)।। ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দুতাবাস চত্তরে দালাল নির্মুল ও দুতাবাসকে দুর্নীতি মুক্ত করতে অবস্থান কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত রোমের বাংলাদেশ দুতাবাস ও মিলান কন্সুলার অফিসের সামনে দালাল নির্মুল ও দুর্নীতি মুক্ত প্রতিরোধ কমিটি আয়োজিত অবস্থান কর্মসুচি পালিত হয়েছে। দালাল ও দুর্নীতি মুক্ত করতে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ সমিতির সভাপতি মো: আফতাব বেপারীর সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কমিটির সদস্য আলমগীর হোসেন, আব্দুর রব ফকির, নজরুল মাঝি, বাংলাদেশ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি কে এম লোকমান হোসেন, বাংলাদেশ সমিতির বর্তমান সভাপতি জহুরুল আলম, ইতালী আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক এম এ রব মিন্টু, ইতালী আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশ দুতাবাস পূর্বে যেখানে জনগনের সেবার স্থল ছিল আজ সেটা পরিনত হয়েছে জনগনের দুর্ভোগের স্থান হিসেবে। তারা বলেন, সময়মত সঠিক ব্যবস্থা না নেয়ার কারনে দুতাবাস দেশের সরকার ও দেশের ভাব মূর্তিক্ষুন্ন করেছে। দুতাবাস ও দুতাসের কর্মকর্তারা আজ জনগনের গনরোষে পরিনত হয়েছে।

সুতরাং তারা অবিলম্বে দুতাবাসকে দালাল মুক্ত ও দুর্নীতিবাজ কর্মকর্তা সহ প্রশ্রয়দাতা রাষ্ট্রদুতকে প্রত্যাহার করে দুতাবাসে জনগনের সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আগামী ২৪’ঘন্টার মধ্যে তাদের সকল দাবি মেনে না নিলে পরবর্তিতে বৃহত্তর কর্মসুচী ঘোষনার আলিটিমেটাম দিয়েছেন। কমিটির আহ্বায়ক আফতাব বেপারী জনগনের ন্যায্য দাবি আদায়ের লক্ষে ১২’দফা দাবী সম্বলিত কর্মসুচী ঘোষনা করেন।

দাবি সমুহের মধ্যে
১। দুতাবাসকেদালাল ও দুর্নীতি মুক্ত করতে হবে
২। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুতাবাসে দালালদের প্রবেশ নিষিধসহ নাম প্রকাশ করতে হবে
৩। দালালদের সহায়তা প্রদানকারী দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের দুতাবাস থেকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে
৪। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন ফোন করেও দুতাবাসের এপয়েন্টমেন্ট পাওয়া যায়না সেহেতু দুতাবাসে সেবা প্রার্থীদের এপয়েন্টমেন্ট সিস্টেম তুলে দিয়ে টোকেনের মাধ্যমে সেবা দিতে হবে
৫। সার্টিফিকেট গ্রহনের ফি কমিয়ে ১০’ইউরো করতে হবে
৬। সেবা নিতে আশা মহিলা ও শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে সবার আগে সেবা দিতে হবে
৭। সেবা প্রার্থীদের রাস্তায় ভীড় কমানোর জন্য ভিতরে হলরুমে বসা ও বাথরুম ব্যবহারের নিশ্চয়তা দিতে হবে
৮। ইতালী থেকে দেশে পুশব্যাক করা যাত্রীদের অবিলম্বে ইতালীতে ফেরত আনাসহ ঢাকার সাথে অবিলম্বে ফ্লাইট চালুর ব্যবস্থা করতেহবে
৯। সেবা প্রার্থী প্রবাসী বাংলাদেশীদের গায়ে হাত তোলাসহ সকল প্রকার নির্যাতন বন্ধ করতে হবে
১০। সেবা প্রার্থী সকল প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুতাবাসের কর্মকর্তাদের কর্মতৎপরতা আরো বৃদ্ধি করে সেবা কার্যক্রম দ্রুত করে জনগনের ভোগান্তি দুর করতে হবে
১১। প্রবাসীদের জরুরী প্রয়োজনীয় সনদ, জন্ম নিবন্ধন সনদ, ট্রাভেল পাশ, নো-ভিসাসহ জরুরী সেবা সমুহ পূর্বের ন্যায় দিনেরটা দিনেই শেষ করতে হবে।
১২। বাংলাদেশী ছাড়া অন্য দেশী কিংবা ইতালীয়াদের মধ্য সেবাপ্রার্থীদের যথাযথ সম্মান প্রদর্শন করে দ্রুত সেবা নিশ্চিত করে বিদেশীদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।

ইতালী আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস ফরাজীকে উদ্যেশ্য করে বলেন, পূর্বে থেকে সাবধানতা অবলম্বন করে সবার সাথে বৈঠক করে সকল সমস্যা সমাধান করলে আজকের এ পরিস্থিতি সৃষ্টি হতো না। সুতরাং বর্তমান পরিস্থিতির জন্য আপনি কোন ভাবেই দায় এড়াতে পারেন না। পূর্বে বীর মুক্তি যোদ্ধা মাহতাব হোসেনকে পুলিশী হয়রানীসহ অন্যান্য গন্যমান্য ব্যাক্তিদেরকে দুতাবাসের সামনে অপদস্ত করার জন্য নিন্দা জ্ঞ্যাপন করে রাষ্ট্রদুতকে ক্ষমা প্রার্থনা করার দাবি জানান। আন্দোলনকারীরা অবিলম্বে দাবি সমুহ মেনে নিয়ে জনগনের সেবা নিশ্চিত করার দাবি জানান। তা না হলে পরবর্তীতে আরো কঠিন কর্মসুচিঘোষনা করা হবে।

নাজমুল আহসান তুহিন, (ইউরোপ ব্যুরো প্রধান)
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে