স্পেনের অনিয়‌মিত অভিবাসী‌দের নিয়‌মিতকরণসহ বি‌ভিন্ন দাবি নিয়ে ২৩দিন পর দ্বিতীয় দফা আবা‌রও বিক্ষোভ মি‌ছিল ও ৱ্যালি অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মি‌ছিল‌টি দেশটির রাজধানী মাদ্রিদের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট গিয়ে শেষ হয়।

পূর্বঘো‌ষিত সময় অনুযায়ী গতকাল রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ছয়টায় মাদ্রিদের শহর এ ব্যানার ও ফেস্টুন হাতে হাজারও মানুষের অংশগ্রহণ‌ আর স্লোগানে মুখর হয় থাকে ইস্পানিয়া এলাকা।

বাংলাদেশি মানবাধিকার সংগঠন সংগঠন ভালিয়েসমাবে‌শ শেষে বি‌ভিন্ন সংগঠ‌নের প্রতি‌নি‌ধির বক্তব্য দেন্, কাজী এনায়েতুল করিম তারেক, আলামীন মিয়া, কামরুজ্জামান সুন্দর, মোহাম্মদ ফজলে এলাহী, আবু জাফর রাসেল, া জাহাঙ্গীর আলম ইব্রাহীম, জাহিদ হাসান প্রমুখ।

উল্লেখ্য , স্পেনে ১০ হাজার বাংলাদেশিসহ অবৈধ হয়ে পড়াসহ মোট অনিয়মিত বা অভিবাসীর সংখ্যা দুই লাখ। তাঁরা বাংলাদেশ, পা‌কিস্তান, সি‌রিয়া, ‌তিউনি‌সিয়া, আফগা‌নিস্তান, ইরাক, নাইজে‌রিয়া, সেনেগাল, আলজেরিয়া, মরক্কো, সোমা‌লিয়া, ‌তিব্বত ও আফ্রিকার অভিবাসী।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে