নাজমুল আহসান তুহিন, রোম-ইতালি(ইউরোপ)।। ইতালির বানিজ্যিক রাজধানী মিলানোতে পুর্ব শত্রুতার জের হিসেবে ছয় বাংলাদেশীর হাতে আ: রশিদ(৪৪) নামে এক বাংলাদেশী নির্মমভাবে খুন হয়েছে। খুনের সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ ৪’জনকে গ্রেফতার করেছে। ঘটনাস্থল থেকে খুনের কাজে ব্যবহৃত হাতুরি ও লোহার চেইন আলামত হিসেবে জব্দ করেছে মিলান পুলিশ।

আমাদের ইউরোপ ব্যুরো প্রধান নাজমুল আহসান তুহিন জানান, গত পরশু ১৮’ই জুলাই শনিবার রাত পৌনে দশটার দিকে মিলান শহরের সন্নিকটে মন্তে গানিন রোডের কাছে একটি পাবলিক পার্কে কথা কাটাকাটির এক পর্যায় বাংলাদেশী ছয় জনের একটি সম্মিলিত গ্রুপ আব্দুর রশিদের উপর অতর্কিত হামলা করে লোহার শিকল ও হাতুরী দিয়ে, এলোপাথারী পিটাতে থাকে, এক পর্যায় আ: রশিদ মাটিতে লুটিয়ে পড়লে আশে পাশের মানুষ পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনা স্থলে আসলে হামলা কারীরা ঐ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পড়ে।

পুলিশ সাথে সাথে এম্বুলেন্স খবর দিলে তাকে দ্রুত স্থানীয় সান পাওলো হাসপাতালে মুমুর্ষাবস্থায় ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে। পরে পুলিশ ক্লোজ’সার্কিট ক্যামেরা পর্যবেক্ষন করে খুনিদের সনাক্ত করে খুঁজতে থাকে। অবশেষে গতকাল রবিবার খুনের সাথে জড়িত থাকার সন্দেহে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকিদের ধরার জন্য পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

ধারনা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের হিসেবে পূর্ব পরিকল্পিতভাবে সংঘবদ্ধ দলটি রশিদকে খুন করে। নিহত আ: রশিদের ছেলে ও স্ত্রী নিয়ে দীর্ঘদিন যাবত মিলান শহরে বাস করতেন। তিনি একজন নিরিহ শান্ত প্রকৃতির লোক ছিলেন। তার গ্রামের বাড়ী বাংলাদেশের মুন্সিগন্জ জেলায়। তার মৃত্যুতে মিলানোর পুরো বাংলাদেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। যে এলাকায় আ: রশিদ খুন হয় সেটি একটি চিহ্নিত ক্রাইম দেন হওয়া সত্বেও এলাকায় খুনের ঘটনা এটাই প্রথম।

বিষয়টি পুরো ইতালির পত্র-পত্রিকাসহ গনমাধ্যমে ব্যাপক গুরুত্বের সাথে প্রচার করায় প্রবাসী বাংলাদেশীদের সুনাম ক্ষুণ্ণ হয়েছে।

নাজমুল আহসান তুহিন, (ইউরোপ ব্যুরো প্রধান)
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে