নাজমুল আহসান তুহিন(ইউরোপ ব্যুরো প্রধান)।। উত্তর ইতালীর ভেনিস প্রভিন্সের মেস্ত্রে মারঘেরায় মিলান কন্সাল জেনারেল অফিস থেকে আসা দুইদিন ব্যাপি কন্সুলার সার্ভিসের কার্যক্রম প্রথম দিন শেষ হতে না হতেই স্বাস্থ্যবিধি না মানার কারনে পুলিশ বন্ধ করে দিয়েছে।
আমাদের ইউরোপ ব্যুরো প্রধান নাজমুল আহসান তুহিন জানান, করোনা ভাইরাসের কারনে দীর্ঘ দিন আটকে থাকা প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্ট রিনিউ, নতুন পাসপোর্ট করা, ফ্যামিলি সার্টিফিকেট প্রদানসহ দুতাবাসের জরুরী সেবা বন্ধ ছিল। প্রবাসীদের কাজের সুবিধার্থে ও জনগনের সেবা নিশ্চিত করতে মিলান কনসার্ন জেনারেলের অফিস থেকে ১৮’ই জুলাই শনিবার থেকে ১৯’শে জুলাই রবিবার পর্যন্ত ভেনিস মেস্ত্রে মারঘেরায় একটি হল রুমে দুইদিন ব্যাপি দূতাবাসের জরুরী সেবার আয়োজন করা হয়েছিল।
বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্ধের সহায়তায় মিলান কনসার্ন জেনারেল ইকবাল আহম্মদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সেবা কার্ক্রম পরিচালনা করছিলেন। পূর্ব নির্ধারিত সময় অনুযাযী উত্তর ইতালীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার প্রবাসী বাংলাদেশীরা নিজ নিজ সমস্যা সমাধানের জন্য ছুটে আসেন। সকাল ৯’টায় থেকে ভোর ৫’টা পর্যন্ত নির্দিষ্ট স্থানে এসে সবাই জড়ো হতে থাকে। অবস্থা বেগতিক দেখে কতৃপক্ষ সিরিয়াল নম্বর দিয়ে আপতত জটলা থামিযে বিদায় করলেও ডকুমেন্টসের কাজ শুরুর পরই নানাম অনিয়ম ও স্বজন প্রীতির অভিযোগে আগতদের মধ্যে শুরু হয়ে হই-হুল্লোড় ও হাতা-হাতি। এমনকি গায়ে হাত তোলার ঘটনা পর্যন্ত ঘটে। এ সময় উপস্থিত জনতা করেনা ভাইরাসের কারনে সামাজিক দুরত্বের কথাটি বেমালুম ভুলে গিয়ে এক নৈরাজ্যজনক অবস্থার সৃষ্টি করে। নিমিষেই পুরো এলাকা রনক্ষেত্রে পরিনত হয়।
কতৃপক্ষ তাদের কাজ পরিচালনায় হিমশিম খেয়ে কিংকর্তব্য বিমুঢ় হয়ে পড়েন। পরিস্থিতি ভয়াবহতার কথা চিন্তা করে ইতালিয়ান পুলিশী হস্তক্ষেপে বিষয়টি নিয়ন্ত্রনে আনেনও, কতৃপক্ষকে কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। উপায় না পেয়ে দুতাবাস কর্মকর্তারা দুইদিন ব্যাপি চলমান কার্যক্রম অসম্পুর্নভাবে প্রথম দিনেই শেষ করে চলে যেতে বাধ্য হয়। ফলে ভুক্তভোগিদের সমস্যা তো সমাধান হয়ইনি বরং হট্টগোলের কারনে দুইটি বিবাদমান গ্রুপের মধ্যে মামলা-মক্দমা পর্যন্ত হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলায় পুলিশ কাউকে গ্রেফতার করেনি। বিষয়টি ইতালিয়ান মিডিয়ায় আবারো সবার দৃষ্টি আকর্ষিত হয়েছে।
নাজমুল আহসান তুহিন, (ইউরোপ ব্যুরো প্রধান)
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ