ইউরোপ ব্যুরো ডেস্ক।। বৈশ্বিক করোনা ভাইরাসে বিধ্বস্থ ইতালীর দীর্ঘ সময় লক ডাউন ও ঈদুল ফেরত শেষে ইতালীস্থ জালালাবাদ এসোসিয়েশন রাজধানী রোমের তুরপিনা তারার ঈদগাহ মাঠে সম্পূর্ন সামাজিক দুরত্ব বজায় রেঁখে এক ব্যতিক্রমী সিলেটবাসীর মিলন মেলার আয়োজন করেছেন।

ইউরোপ থেকে আমাদের ইউরোপ ব্যুরো প্রধান নাজমুল আহসান তুহিন জানান, বিশেষ এই আয়োজনে বৃহত্তর সিলেটের নারী পুরুষ শিশু কিশোর মিলে প্রায় ৫’শতাধিক ব্যাক্তির মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি ধুমকেতুর পরিচালক প্রবাসী বাংলাদেশীদেরকে সরকারী বিধি নিষেধ মেনে চলে সমাজে কোন প্রকার মিথ্যা গুজব না ছড়ানের আহ্বান জানিয়ে সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অনুরোধ জানান।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ইতালীস্থ মহিলা সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি সেলিনা ইয়াসমিন মীরা। তিনি বিডি টাইম্‌স নিউজকে বলেন বহুদিন ঘরে বন্ধী থেকে শিশু কিশোর মহিলাদের মাঝে একের প্রতি অপরের দুরত্ব সৃষ্টি হচ্ছিল তখনই জালালাবাদ এসোসিয়েশন সময়োপযুগী আয়োজনের মাধ্যমে সবার প্রতি ভ্রাতৃত্ব বন্ধন আরো সুদৃঢ় হয়েছে।

সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যে অলি উদ্দিন শামিম বলেন আমরা সম্পূর্ন সামাজিক দুরত্ব বজায় রেখে কতৃপক্ষের অনুমুতি সাপেক্ষে খোলা মাঠে সংক্ষিপ্ত এই আয়োজন মানুষকে কিছুটা আনন্দ দেয়ার ক্ষুদ্র চেষ্টা করেছি মাত্র। দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল বাচ্চারা ঘর থেকে বের হতে পারেনি। খোলা মাঠে এই আয়োজনের মাধ্যমে শিশুদের মাঝে যেন প্রানের সঞ্চার হলো। তিনি বাংলাদেশের সকল জনগনকে সরকারের দেয়া নির্দেশ মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে চলার আহ্বান জানান।

সভার শুরুতে দেশ ও প্রবাসে করোনা ভাইরাসে আক্রান্তে মৃত্য ব্যাক্তিদের রুহের মাগফেরাত ও অসুস্থ্য সকলের আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করাহয়। করোনা পরবর্তীতে দীর্ঘদিন পর খোলা মাঠে এই আয়োজনে যেন পুরো মাঠটি যেন ক্ষুদ্র একটুকরো বাংলাদেশে পরিনত হয়েছিল। সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে খাসি ও গরুর মাংসের সাথে তন্দুরী রুটি যেন নিমিষেই উপস্থিত সবাইকে সিলেটে নিয়ে গেল।

তুরপিনাতারার ঈদগাহ মাঠ থেকে থেকে ইউরোপ ব্যুরো প্রধান নাজমুলআহসান তুহিন।
রোম,ইতালী।
ইতালী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে