নাজমুল আহসান তুহিন, রোম-ইতালি(ইউরোপ)।। বৈশ্বিক করোনা মহামারিতে বিপর্যস্থ ইতালীতে থাকা ৬’লক্ষাধিক অবৈধ অভিবাসীকে সরকারী নির্দেশে বৈধকরন কার্যক্রম শুরু হয়েছে ১’লা জুন ২০২০থেকে।

বিরতিহীন ভাবে এ কার্যক্রম আগামী ১৫’ই জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। কৃষিকাজ ও বয়স্কদের দেখাশুনা সহ গৃহস্তালী কাজে শ্রমিক শুন্যতা পুরনের জন্য ঘোষিত বৈধকরন কার্যক্রমে যে সকল শর্ত জুড়ে দেয়া হয়েছে। তাতে দেশটিতে থাকা অর্ধ লক্ষাধিক অবৈধ প্রবাসী বাংলাদেশী সহ প্রায় ৩ থেকে ৪ লক্ষ অবৈধ অভিবাসীবৈধকরন কার্যক্রমে অংশ গ্রহনে বাদ পড়ার আশংকায় ১লা জুন থেকে প্রবাসীবাংলাদেশী সহ সকল অবৈধ অভিবাসীরা সবাইকে বিনা শর্তে বৈধকরণের দাবিতেরাজধানী রোম, মিলান, ভেনিস, নাপোলীসহ পুরো ইতালী জুড়ে আন্দোলনঅব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ ১২’ই জুন বিকাল ৪’টায় রোমের শান্তামাজ্জোরে গীর্জার সামনে পিয়াচ্ছা চত্তরে সবাইকে বিনা শর্তে বৈধকরণের দাবিতে প্রবাসী বাংলাদেশীদের উদ্দ্যোগে এক বিশাল গনজমায়েত ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। রাজধানী রোমের সকল প্রবাসী সংগঠনের নেতা কর্মী সহসকল অবৈধ অভিবাসীকে অংশ গ্রহন করার জন্য আহ্বান করা হয়েছে।

এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখবেন অল ইউরোপ আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযাদ্ধা লোকমান হোসেন, ইতালীস্থ বাংলাদেশ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব হোসেন, বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি এবং ধুমকেতুর পরিচালক নুর ই আলম সিদ্দিকী বাচ্চু, ইতালী আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রব, যুগ্ম-সাধারন সম্পাদক আলমগীর হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি তাইফুর রহমান ছোটন, ইতালী বিএনপির সাধারন সম্পাদক ঢালী নাসিরউদ্দিন, বাংলাদেশ সমিতির বর্তমান সভাপতি আফতাব বেপারী, সাধারন সম্পাদক জহুরুল আলম, বাংলাদেশ সমিতির অন্য অংশের সভাপতি নায়েব আলী ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সায়মন, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি অলি উদ্দিন শামিম, বরিশাল বিভাগ সমিতির সভাপতি কামরুল আহসান মন্টুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীসহ সকল আঞ্চলিক সমিতির নেতৃবৃন্ধ এই সমাবেশে উপস্থিত থেকে নিজ নিজ স্থান থেকে দাবির প্রতি সমর্থন জানাবেন।

এদিকে বাংলাদেশে লক ডাউনের কারনে আটকে পড়া ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মো: ইদ্রিস ফরাজী, সাধারন সম্পাদক হাসান ইকবাল ও ইউরোপ আওয়ামী লীগের সাবেক নেতা ও বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি জি এম কিবরিয়া বাংলাদেশ থেকে পাঠান এক টেলি কনফারেন্স উপস্থিত নেতৃবৃন্ধের ডাকে সাড়া দিয়ে আন্দোলনে একত্মা ঘোষনা করেছেন। তিনি তার বক্তব্যে বলেন, আপনারা আন্দোলন চালিয়ে যান আপনাদের সাথে আমি সবসময় আছি এবং থাকব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না ইনশা আল্লাহ। এ দিকে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে প্রতিদিন হাজার হাজার প্রবাসীবাংলাদেশীরা ভিড় করছে পাসপোর্ট কিংবা ছবি যুক্ত সনদের জন্য। কারন ইতোমধ্যে মান্যবর রাষ্ট্রদূত ঘোষনা করেছেন অভিবাসীদের মধ্যে যারা বৈধতার জন্য আবেদন করবে কিন্তু যাদের বৈধ ডকুমেন্টস নাই তাদের জরুরী ভিত্তিতে পাসপোর্ট কিংবা ছবিযুক্ত সনদপত্র প্রদান করা হবে।

অপর দিকে, এখনো অনেক অভিবাসী লিবিয়াসহ বিভিন্ন দেশ থেকে জীবনের ঝুঁকিনিয়ে ভূমধ্যসাগর পাড়ী দিয়ে কিংবা সড়ক পথে ইতালী অনেক অভিবাসী প্রবেশ করতেছে। গত দুইমাসের লকডাউন চলাকালীন সময় আরো কমপক্ষে ১০’হাজার অভিবাসী ইতালী থেকে ভূমধ্যসাগর পাড়ায় দিয়ে ইতালীতে প্রবেশ করেছে যাদের মধ্যে কমপক্ষে দুই হাজার বাংলাদেশী রয়েছে।

নাজমুল আহসান তুহিন, (ইউরোপ ব্যুরো প্রধান)
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে