সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গী হামলা ও বাংলাদেশকে ব্যর্থরাষ্ট্র বানানোর অপচেষ্টার প্রতিবাদে বগুড়া পৌর আওয়ামীলীগের ২০ নং ওয়ার্ড কমিটির আয়োজনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরতলীর বগুড়া কলেজের সামনে থেকে মিছিলটি বের হয়ে চেলোপাড়ায় এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, ২০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুজ্জামান রতন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া পৌর আওয়ামীলীগের আহবায়ক রফি নেওয়াজ খান রবিন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক শাহাদৎ হোসেন শাহিন, শেখ শামিম, আবু ওবায়দুল হাসান ববি, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রনি, আমজাদ হোসেন প্রমূখ। মিছিলে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণী পেষার মানুষ অংশগ্রহন করেন।
মোঃ মিষ্টার আলী মিলন
বগুড়া, বিডি টাইমস নিউজ ।




























