মুন্সীগঞ্জে ছাত্রছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে একটি ওয়েব এপ্লিকেশনের উদ্বোধন করা হয়। মঙ্গলবার বেলা ১০টায় শহরের মুন্সীগঞ্জ হাইস্কুলে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুন্সীগঞ্জ সদরের ইনোভেশন টিমের আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার সারাবান তাহুরার উদ্যোগে এই প্রযুক্তিটি প্রথম মুন্সীগঞ্জে স্থাপন করা হয়। মুন্সীগঞ্জ হাইস্কুলের পৃষ্ঠপোষকতায় এই সফটওয়ার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আসিটি) হারুন অর রশিদ আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ হাইস্কু্লরে সভাপতি ও সদর উপজেলা চেয়ারমেন আনিসুজ্জামান আনিস। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও অভিবাবকরা উপস্থিত ছিলেন।
সফটওয়ারটির প্রস্তÍত কারক ‘কোড কপারস’ এর ফয়জুল করিম জানান, এই প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি ডিজিটালি পর্যবেক্ষন করা যাবে। যদি কোন ছাত্র স্কুলে না আসে তাহলে তার অভিবাবকের কাছে স্বয়ংক্রীয়ভাবে একটা এসএমএস চলে যাবে। মুন্সীগঞ্জে এই প্রযুক্তিটি প্রথম। এটি শিক্ষার মান উন্নোয়নে কার্যকর হবে আশা করি।