সালমান আহমদ উছামাঃ আজ ২রা নভেম্বর (শনিবার) কিশোরকন্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত জেলার সর্ববৃহৎ মেধা বৃত্তি প্রকল্প ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলার ১২ টি উপজেলায় সর্বমোট ১৮ টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৫ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার চেয়ারম্যান মনিরুজ্জামান পিয়াস ও ভাইস -চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন।
এছাড়াও কেন্দ্র পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আনোয়ার হোসেন সহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষাবিদ ও কিশোরকন্ঠের জেলা ফোরামের উপদেষ্টা ও সাবেক-বর্তমান পৃষ্টপোষকবৃন্দ।
সুনামগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইমস ডেস্ক