সিনান আহমেদ শুভঃ রাজবাড়ী ঈদে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ঘাট ও নাব্য সংকটে দুর্ভোগের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা।ঈদের আগেই সংকট কাটাতে ব্যবস্থা নেওয়ার দাবী তাদের। দেশের বৃহত্তম ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট।

বর্তমানে এ নৌরুটে ঈদে যাত্রী ও যানবাহন পারাপারে কতৃপক্ষ প্রস্তুতি গ্রহন করেছে। ঈদুল ফিতর উপলক্ষে তিনটি ফেরি ঘাট ও ১৭ টি ফেরি চলাচলের ব্যাবস্থা রাখা হয়েছে।ঈদের আগে ও পরে ঘাটে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে মোট ছয়দিন পন্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে। ঘাটে নিয়োজিত থাকবে চার স্তরের আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাহী ম্যাজিষ্ট্রেট,পুলিশ,র্র্যাব, নৌবাহিনী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী। ঘাটে যাত্রীদের কাছ থেকে চাঁদাবাজী,অতিরিক্ত ভাড়া ও ছিনতাই রোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। যে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন।কিন্তু দৌলতদিয়া পটুরিয়া নৌরুটে নাব্যতা সংকট ও ঘাট সংকট দেখা দিয়েছে এ সংকট কাটিয়ে উঠতে না পারলে যাত্রী ও যানবাহন পারাপারে চরম দুর্ভোগের আশঙ্কা করছেন চালক ও যাত্রী সাধারন। গত ঈদ মৌসুমে চারটি ফেরি ঘাট ও ২০ টি ফেরি চলাচল থাকলেও এবার তিনটি ঘাট ও ১৭ টি ফেরি দিয়ে ঘাট পরিচালনা করার ব্যবস্থা রাখা হয়েছে।এতে ঘাট কমে যাওয়ায় ও দৌলতদিয়া প্রান্তে গত চার মাস ধরে যে চরম আকার ধারন করেছে নব্যতা সংকট এতে ঈদ যাত্রী ও যানবাহন চলাচলে দুর্ভোগের শঙ্কায় রয়েছেন চালক ও যাত্রীরা। নাব্যতায় গত চার মাস ধরে তিন কিলোমিটার পথ অতিক্রম করে ফেরি গুলো যাতায়ত করতে হচ্ছে।এখনো তা কাটিয়ে উঠতে না পারায় ফেরি গুলো ২৫ মিনিটের পথ ১ ঘন্টারও বেশি সময় লাগছে ঘাটে ভিড়তে।

এদিকে ঘাট সংখ্যা কম থাকায় ঈদে যানবাহন ও যাত্রী সংখ্যা কয়েকগুন বাড়ায় ফেরি চলাচলে ঘাট সংকটে পারাপার ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।তাই এখনো ঈদের আগেই ঘাট সংকট, নাব্য সংকট ও ফেরি বাড়িয়ে জন দুর্ভোগ মুক্ত পরিবেশ বজায় রাখার দাবী জানানো হয়। দৌলতদিয়া ঘাট বিঅইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক, মোঃ খোরশেদ আলম জানান, দৌলতদিয়া ঈদ উপলক্ষে দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরি ঘাট ও ১৭ ফেরি রয়েছে।তবে নাব্যতা সংকটে কোন সমস্যা হবেনা। ঈদে যাত্রী ও যানবাহন পারাপারে দুর্ভোগ হবেনা।

রাজবাড়ী পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভিন বলেন, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে পানি কমে যাওয়ায় ৫ টি চলমান ঘাটের ৩ টি ঘাট সচল রয়েছে।ঈদে মানুষের ঈদ যাত্রা যেন সুন্দর ও নির্বিঘ্ন হয় সেজন্য চার স্তরের নিরাপত্তা বাহিনী নিয়োজিত থাকবে। যেকোন ধরনের চাঁদাবাজি ও ছিনাতাই রোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

রাজবাড়ী নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে