শহিদুল ইসলাম দইচঃ যশোর ইটভাটা বন্ধের প্রতিবাদ ও ভাটা স্থাপন লাইসেন্স জটিলতা নিরসনের দাবিতে বিক্ষোভ করেছে ইটভাটার মালিক ও শ্রমিকরা। পরে দাবি বাস্তবায়নে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয় তারা। আজ দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ প্রদর্শন করে। যশোর জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি নাজির আহমেদ মুন্নু সাধারণ সম্পাদক সেলিম রেজা বাবুলের নেতৃত্বে হাজার হাজার ইটভাটা শ্রমিক সকাল থেকেই প্রথমে যশোর জিলা স্কুল মাঠে জড়ো হয়। পরে বিক্ষোভ করতে করতে প্রশাসকের কার্যালয় চত্বরে জড়ো হতে থাকেন। এরপর তারা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগানে স্লোগান দেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, দূরত্ব নির্দিষ্টকরনের কারনে দেশের কিছু জিগজ্যাগ ইটভাটার মালিকগণ ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছেন না। জিগজ্যাগ ভাটার জন্য নিষিদ্ধ এলাকার দূরত্ব ৪০০ মিটার এবং বনের দুরত্ব ৭০০ মিটার করে লাইসেন্স ও ছাড়পত্র প্রদান করতে হবে। একইসাথে জিগজাগ ইটভাটায় মোবাইল কোর্ট বন্ধ, মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়নপত্র নেয়ার বিধান বাতিল, পরিবেশগত ছাড়পত্র, ডি.সি লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্রাদি ইসা/নবায়নের সময় কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়ন পত্র বাধ্যতামূলক ভাবে জমা দেয়ার বিধান, ইটভাটাকে শিল্প হিসাবে ঘোষনা দেয়াসহ ৭ দফা দাবি জানানো হয়। তারা আরো জানান, তাদের দাবি বাস্তবায়ন না হলে ঈদের পরে ঢাকায় মহাসমাবেশ, প্রধান উপদেষ্টার কার্যালয় পদযাত্রা ও স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।

এ সময় স্মারকলিপি গ্রহণের সময় যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশে ইট ভাটা বন্ধ করা হচ্ছে। স্মারকলিপি যথাযথ ভাবে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আপনাদের এই আবেদন পৌঁছানো হবে। মহামান্য হাইকোর্টে ইট ভাটা মালিকরা রিট করলে যে সিদ্ধান্ত দেয় সেটা কার্যকর করা হবে।

যশোর নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে