রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগকে ইলেক্ট্রনিক এন্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে একিভূতকরণ না করার দাবিতে ইইই বিভাগে তালা দিয়েছে বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে প্রথম বিজ্ঞান ভবনে তৃতীয় তলায় অবস্থিত বিভাগের ৩১৫ নম্বর রুমে তালাবদ্ধ করে সিলগালা করে দেয়া হয়। সূত্রে জানা যায়, ওই রুমেই বিভাগের অফিস কক্ষ, ক্লাস রুম ও বিভাগীয় সভাপতির চেম্বার। বিকাল ৫ টা পর্যন্ত বিভাগের সামনে অবস্থান করবেন শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থী রাব্বিউল হাসান রুপক জানান, এছাড়া আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত নাম পরিবর্তন না করার দাবি নিয়ে ক্লাস পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে। ৫ ডিসেম্বরের মধ্যে যদি সুরাহা না হয় তাহলে আগামী কর্মসূচী ঘোষণা করা হবে।
এর আগে সকাল ১০ টায় প্রথম বিজ্ঞান ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন বিভাগটির শিক্ষার্থীরা। পরে একটি মৌন প্রতিবাদি র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিভাগে গিয়ে সমাপ্ত হয়।তালা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ইইই বিভাগের সভাপতি ড. আবু জাফর মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, আমি বিষয়টি জানলাম। বিভাগের দিকেই যাচ্ছি।
মেশকাত মিশু
রাজশাহী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইমস নিউজ