নরসিংদীর মাধবদীতে নিজের ওরসজাত সন্তানকে ধর্ষনের অভিযোগে এক পাষন্ড পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে মাধবদীর কাঠালিয়া ইউনিয়নের চৌগড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রতন মিয়া (৪৫) ধর্ষনের কথা অকপটে স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত রিক্সা চালক রতন মিয়া চৌগড়িয়া গ্রামের মৃত রেহান আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেপ্তাকৃত রতন মাদকাশক্ত। তার স্ত্রী মানসিক প্রতিবন্ধি। মাদক সেবন করাকে কেন্দ্র করে রতনের স্ত্রী সাথে প্রায়ই ঝগড়া বিবাদ করত। এসবের জের ধরে স্বামীর সাথে মান অভিমান করে প্রায় সময়ই বাপের বাড়িতে চলে যেতো। এই সুযোগে নরপশু রতন তার ১৫ বছরের মেয়েকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষন করত। একই সাথে কাউকে জানালে গলাটিপে মেরে ফেলবে বলেও মেয়েকে হুমকি দিয়েছে। দিনের পর দিন এই অমানবিক নির্যাতন সইতে না পেরে তার খালার কাছে সব খুলে বলেন। পরে ধর্ষিতার খালা শরিফা বেগম নারী নির্যাতন দমন আইনে মাধবদী থানায় মামলা রতন মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরই জের ধরে বুধবার ভোরে মাধবদী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

মাদবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে রতন মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষনের কথা অকপটে স্বীকার করেছেন।

শাহীন মিয়া
নরসিংদী
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে