রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে রোববার। এ উপলক্ষে সকাল ৯ টায় প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তুষার ও সাধারণ সম্পাদক মানিক রাইহান বাপ্পী এ তথ্য জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৯.১৫ মিনিটে বৃক্ষরোপণ, সাড়ে ৯ টায় বর্ণাঢ্য র্যালি এবং র্যালি শেষে টিএসসিসিতে আলোচনা সভার আয়োজন করেছে সংগঠনটি। এতে প্রধান আলোচক থাকবেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আমজাদ হোসেন, জনসংযোগ দপ্তরের প্রশাসক ও ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পাবলিক রিলেশনস জেনারেল ম্যানেজার শাকিল মিরাজ প্রমুখ।এরপর বিকেল ৩ টায় সাকেব ক্লাব সদস্যদের নিয়ে স্মৃতিচারণ এবং বিকেল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘আমরা নির্ভীক সত্য লিখবোই’ এই স্লোগান কে উপজীব্য করে সংগঠনটি বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে আসছে।
মেশকাত মিশু
রাজশাহী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইম্স নিউজ