রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালযের রসায়ন বিভাগের অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু। সোমবার দুপুরে ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ প্রশাসক ড. প্রভাষ কুমার কর্মকারের থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এই নিয়ে ২য় বারের মতো নারী ছাত্র উপদেষ্টা পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।এর আগে রাবির প্রথম বারের মত নারী ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ড. লায়লা আরজুমান বানু রাবির রসায়ন বিভাগ থেকে ১৯৯৪ সালে অনার্স ও ৯৬ সালে মাস্টার্স শেষে ১৯৯৭ সালে নিজ বিভাগেই শিক্ষকতা শুরু করেন তিনি। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের প্রাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
দায়িত্বগ্রহণ কালে সাবেক ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, ভূতত্ব ও খণিবিদ্যা বিভাগের অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র, সহকারী প্রক্টর শিবলী ইসলাম, জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম বখসি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মেশকাত মিশু
রাজশাহী বিশ্ববিদ্যালয়।। বিডি টাইমস নিউজ