ভোলা প্রতিনিধিঃ ভোলার পশ্চিম ইলিশার ৫নং ওয়ার্ডে প্রতিবন্ধী নাছরিন আক্তার (১৪) ও মা বিবি আমেনাকে পিটিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, স্বামী পরিত্যাক্তা বিবি আমেনা ভিক্ষাবৃওি করে মাথা গোজার জন্য একটু জমি ক্রয় করে কোনো রকম টিনের ছাপরা ঘর তৈরি করে ঝড় বৃষ্টি উপেক্ষা করে কিশোরী প্রতিবন্ধী নাছরিনকে সাথে নিয়ে বসবাস করে আসছে।
কিন্তু অসহায় এ পরিবারটির সেই মাথা গোজার আশ্রয়স্থল টুকু কেরে নেয়ার পায়তারা করছে পার্শ্ববতী শেখ ফরিদ, শেখ শাহীন ও তার মা গোলেনুর বেগম। এরই জের ধরে গত (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে প্রতিবন্ধী নাছরিনদের বসত ঘরে ডুকে শেখ ফরিদ, শাহীন ও গোলেনুর বেগম নাছরিন ও তার মাকে পিটিয়ে গুরুত্বর আহত করে ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে এবং ঘর ছেড়ে না দিলে সাবেক ডিআইজির ভাগ্নে শেখ ফরিদ, শেখ শাহীন ও তার মা গোলেনুর মিলে প্রাণনাষের হুমকি দিয়ে আনসছে।
এই ঘটনা আড়াল করতে অভিযুক্ত শেখ ফরিদ ও শেখ শাহীনের ছোট ভাই ডিএমপি পুলিশ সদস্য আবুল হোসেন নিজেকে পুলিশের আইজিপি জাবেদ পাটয়ারীর ব্যাক্তিগত কম্পিউটার অপারেটর পরিচয় দিয়ে সংবাদ প্রকাশ নাকরতে একাধিক বার মোবাইলে ফোন করে সাংবাদিকদের প্রভাবিত করার ব্যার্থ চেষ্টা করেন। আহত প্রতিবন্ধী কিশোরী ও তার মা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয় ইলিশা ফাড়ির ইনচার্জ মো: মোক্তার হোসেন জানান, প্রতিবন্ধীর মা বিবি আমেনা আমার ফাড়িতে রাতে এসে একটি অভিযোগ পএ লিখান আমি এ অভিযোগের ভিওিতে এস আই খলিল কে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করার পর এস আই খলিল ঘটনাস্থলে গিয়ে প্রতিবন্ধী এবং মা বিবি আমেনাকে শারীরিক নির্যাতন করে ঘরে বন্ধী করে রাখার বিষয়টি সত্যতা নিশ্চিত করেন সেই সাথে মামলা করা জন্য বলে আসেন।

ফয়সল বিন ইসলাম নয়ন ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে