তুহিন হোসেন, (ঈশ্বরদী)পাবনা।। ২মাস পেরিয়ে গেলেও এখনো সংস্কার বা পূণ:নির্মাণ করা হয়নি ঈশ্বরদী আলহাজ্ব মোড়ে বিজয় স্তম্ভের পাশে নির্মিত ঘৃণা স্তম্ভটি।
খোঁজ নিয়ে জানা যায়, ‘বুলডোজার মিছিল’ কর্মসূচিকে কেন্দ্র করে ৫ ফেব্রুয়ারী বুধবার রাত ৮টা ৫ মিনিটে ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমান এর বাড়ির ভেতরে ঢুকে যায় এবং ভাঙচুর শুরু করে।
এ সময় বাইরে প্রায় ৫০০-৭০০ লোক ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’ ‘সারা বাংলায় খবর দে, মুজিববাদের কবর দে’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। ঠিক সেই মুহর্তে সারাদেশে বিভিন্ন জায়গায় শেখ হাসিনার নামে বা তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন স্থাপনা এবং আ.লীগের জেলা উপজেলায় বিভিন্ন অফিস ভাঙা হয়।
আর তারই সুযোগে ঈশ্বরদীতে কতিপয় দূবৃত্তরা ঈশ্বরদী আলহাজ্ব মোড়ে বিজয় স্তম্ভের পাশে নির্মিত ঘৃণা স্তম্ভটি ভেঙে গুড়িয়ে দেয়। তাদের মধ্যে কোন একজন মোবাইলে সেই ভাঙার ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করেন। ফেসবুকে আপলোড করা ভিডিওতে দেখা যায় ১০/১২ জন যুবক হাতুড়ি, হেমারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ঘৃণা স্তম্ভটি ভেঙে গুড়িয়ে দিতে। দীর্ঘ রাতভর এই ঘৃণা স্তম্ভটি ভাঙার কাজ চলেছে তা এই ভিডিও দেখে বোঝা যায়।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাস’র নিকট জানতে চাইলে বলেন, রাজনৈতিক দলগুলো যদি আলোচনা করে ঘৃণা স্তম্ভটি পূণরায় তৈরির সিদ্ধান্ত নেয় এবং উপজেলা প্রশাসনকে বলে তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেটি পূনরায় তৈরি করা হবে।


























