শহিদুল ইসলাম দইচঃ পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) যশোর শহরে ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম শুরু করেছে। গতকাল (৫ মার্চ) দুপুর দেড়টা থেকে শহরের ৫টি স্পটে এই ট্রাকসেল কার্যক্রম শুরু হয়। স্পটগুলো হলো নবকিশালয় স্কুলের সামনে, দুদক অফিসের সামনে, রেলরোড সোনালী ব্যাংক করপোরেট শাখার পাশে, মণিহার চত্ত্বর ও খাজুরা স্ট্যান্ড মোড়।
সরেজমিন ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন করে সবগুলো স্পটেই নিম্ন ও নিম্ব মধ্যবিত্তদের ভিড় দেখা গেছে। একেকজন ৪৫০ টাকার প্রতি প্যাকেজে পাচ্ছেন দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মশুর ডাল, এক কেজি চিনি ও এক কেজি ছোলা। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম বলেন, ছুটির দিন বাদে পুরো রমজান মাসজুড়ে মোট ১৯ দিন এভাবে টিসিবি’র পণ্য বিক্রি করা হবে।
যশোর নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ



























