শহিদুল ইসলাম দইচঃ ইটভাটা মালিকদের হয়রানি বন্ধে ৬ দফা দাবিতে যশোরের প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি। মঙ্গলবার যশোর সদর উপজেলাসহ জেলার আট উপজেলার স্ব স্ব নির্বাহী অফিসারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় সংগঠনের নেতারা বলেন, ইট শিল্পের সঙ্গে প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মচারী জড়িত। বিভিন্ন সময় অভিযানের নামে বিভিন্ন ইটভাটায় হানা দিয়ে জেল ও জরিমানা আদায় করা হচ্ছে। এসব হয়রানি বন্ধ না হলে ঈেদের পরে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দিয়ে সারাদেশ অচল করে দেওয়া হবে। সকালে যশোর সদর উপজেলা পরিষদে কয়েকশো ইটভাটা মালিক ও শ্রমিক বিক্ষোভ নিয়ে যায়। এসময় তারা সেখানে দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এসময় জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি কাজী নাজির হোসেন মুন্নু বলেন, যশোরের ইটভাটা মালিকরা বিগত ৩৫-৪০ বছর যাবৎ অনেক প্রতিকূলতার মধ্যদিয়ে ইটভাটার ব্যবসা পরিচালনা করে আসছে। এ পেশার সাথে কয়েক হাজার নারী-পুরুষ জড়িত। এখন সরকার নানা অজুহাতে ইটভাটা বন্ধের চক্রান্ত করছে। এটি কখনও হতে দেয়া হবেনা বলে তিনি জানান।
বিক্ষোভ শেষে জিগজাগ ইটভাটা বন্ধের প্রতিবাদ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন (সংশোধন) আইন ২০১৯ এ বর্ণিত জিগজাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তির জটিলতা নিরসনের জন্য ৬ দফা দাবিতে উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় ভাটা মালিকরা। স্মারকলিপিটি গ্রহণ করেন যশোর সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান। স্মারকলিপি প্রদানকালে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা ইট প্রস্ততকারী সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজা বাবুল, সদর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
যশোর নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ





























