আহসান হাবিবঃ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)কে কটুক্তি করায় মিন সায়েদ কাউসার নামের এক যুবকের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তেঁতুলিয়ার তৌহিদী জনতা। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চৌরাস্তা বাজারের তেঁতুলিয়া-পঞ্চগড় সড়কে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ কলে। বিক্ষোভে অংশ নেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতশত তৌহিদী জনতা। এ সময় বিক্ষোভ মিছিলে,বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান’ নাস্তিকের আস্তানা তেঁতুলিয়ায় থাকবে না’সহ নাস্তিকের শাস্তি ও ফাঁসি চেয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে শোনা যায়।

মিছিল শেষে তেতুলতলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর তেঁতুলিয়া উপজেলার আমির মাওলানা মো.আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক হবিবর রহমান, চৌরাস্তা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মো.মোখলেসুর রহমান, এডভোকেট আহসান হাবীব সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হযরত আলী, ওবায়দুর রহমান, ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ প্রমুখ। এছাড়াও জামায়াতের সদর ইউনিয়ন সভাপতি জয়নাল আবেদীন।

বক্তারা বলেন, মিন সায়েদ কাউসার একজন স্বঘোষিত নাস্তিক। সে তেঁতুলিয়ার একটি সম্ভ্রান্ত ভালো পরিবারের ছেলে। কিন্তু ভালো ঘরের পরেও এরকম ঘটে তারও নজির রয়েছে। তবে তেঁতুলিয়ায় মুরতাদ, নাস্তিকের কোন স্থান হবে না। এ নাস্তিক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)কে কুটুক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)কে। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরনের আহবান জানানো হয়।

জামায়াতে ইসলামের উপজেলা আমির মাওলানা আব্দুল হাকিম বক্তব্যে বলেন, স্বঘোষিত নাস্তিক ও মুরতাদ। তেঁতুলিয়ারই সন্তান। ভালো একটি পরিবারের সন্তান। কিন্তু ভালো পরিবার থেকেই দেখা যায় যে মন্দের জন্ম হয়। সেটা প্রমাণ সে নিজেই। আমরা প্রতিবাদ করেছি। আমাদের জবান শক্তি দ্বারা। লিখনির দ্বারা। দেশের এই প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা বাংলাদেশ সরকারকে প্রশাসনের মাধ্যমে জানিয়ে দিতে চাই এইরকম মুরতাদদের স্ব-ঘোষিত নাস্তিকদের অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। আবেক দিয়ে নয়, বিবেক দিয়ে প্রতিবাদ করুন। এমনকি হতে পারে এই কাউসারকে দিয়ে ওই বিগত পতিত ও স্বৈরাচার প্রেতাত্মারা ভর করে আমাদের এই তেঁতুলিয়ার শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তাদের পাতানো ফাঁদে পা দেয়া যাবে না। এজন্য সবাইকে শান্ত থাকতে হবে। শান্তভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের প্রতিবাদ, মিছিল ও বক্তব্য সরকারের কাছে পৌছাতে হবে।

জানা যায়, মিন সায়েদ কাউসার নামের ওই যুবক তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের খুনিয়াভিটা (কাজীপাড়া) এলাকার বীর মুক্তিযোদ্ধা কসিম উদ্দিনের ছেলে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে একটি ফেসবুক পোস্টে “তোমার আল্লাহও ভন্ড, তার রাসুলও ভন্ড’ লিখে মন্তব্য করে। পরে তার ফেসবুক পোস্টে আবারও পোস্ট দেন। কমেন্ট ও পোস্টের পর থেকেই শুরু হয় সমালোচনা। অনেকে ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ জানায়। এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ‘যে আল্লাহ নবীজি কে নিয়ে কটুক্তি করতে পারে সে কখনো মুসলিম হতে পারে না। আর এমন মানুষের সাথে সম্পর্কটা না রাখায় সবচাইতে উত্তম। হোক সে রক্তের কেউ। তাই পরিবার সকলেই তাকে আমাদের পরিবার থেকে চিরতরে ত্যাগ করলাম।

তেঁতুলিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে