নাঈম আলমগীরঃ জামালপুরে লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকায় চার ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার দুপুরে জামালপুর পৌর শহরের ডাকপাড়া ও জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্টার, স্টার ওয়ান, কিংস এবং রুপালী ব্রিক্স কে পরিবেশের ক্ষতি সাধন করার অভিযোগে প্রত্যেক ইটভাটার মালিককে ৬ লাখ করে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারি সচিব সুলতানা সালেহা সুমি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় পানি দিয়ে চারটি ইট ভাটার আগুন নিভিয়ে ভেকু দিয়ে ভাটা ও কাচাঁ ইট ধ্বংস করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারি সচিব সুলতানা সালেহা সুমি জানান, দেশে বৈধ ইটভাটার তুলনায় অবৈধ ইটভাটার সংখ্যা বেশি। এসব ভাটায় অবাধে কাঠ পোড়ানো হয়। এছাড়াও পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়াই চলে ইট পোড়ানো কার্যক্রম। এসময় অবৈধ ইটভাটা বন্ধে জামালপুরসহ সারাদেশে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জামালপুর নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ




























