নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার একমাত্র পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত এই অঞ্চলে বহির্বিশ্বে বসবাসরত প্রবাসীদের নিয়ে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন, প্রবাসী সমাজ কল্যাণ সোসাইটি। সমাজের সুবিধাবঞ্চিত দরিদ্র ও বিধবা পরিবারদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে এ সংগঠন নানা ধরনের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

উক্ত সোসাইটির উদ্যোগে উপজেলার তিনটি ইউনিয়নের কয়েকটি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সমাজের হতদরিদ্র পরিবারগুলোর স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোসাইটির সিনিয়র সাবেক পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য জনাব সাইফুর রহমান নানু। এছাড়া, সোসাইটির পাঁচজন সদস্যের স্বদেশ আগমন উপলক্ষে তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট সমাজসেবকগণ। সোসাইটির সহকারী পরিষদের সেক্রেটারি ও ইকরা ইন্টারন্যাশনাল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সামচুল ইসলাম অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এতে আরো বক্তব্য রাখেন সোসাইটির সম্মানিত সদস্য ও আমিরাত প্রবাসী শামীম আহমেদ। অনুষ্ঠানে বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমাজসেবক ও স্বদেশ আগমন সোসাইটির আরও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। এই মহৎ উদ্যোগের মাধ্যমে প্রবাসী সমাজ কল্যাণ সোসাইটি দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারদের পাশে দাঁড়িয়ে তাদের আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে