কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মশান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘স্মাইল ইন লাইফ’। দীর্ঘদিন ধরে মানবতার সেবায় কাজ করে আসা এই সংগঠনটি এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়ে তাদের উষ্ণতার পরশ দেওয়ার চেষ্টা করেছে।

গতকাল আয়োজিত এই মহতী কর্মসূচির মাধ্যমে দুইশ’টি কম্বল বিতরণ করা হয়। সুবিধাবঞ্চিত মানুষের হাতে যখন কম্বল পৌঁছে দেওয়া হয়, তখন তাদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। শীতের তীব্রতা থেকে বাঁচতে এমন সহায়তা পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ‘স্মাইল ইন লাইফ’-এর প্রতি কৃতজ্ঞতা জানান। অনেকেই বলেন, এই কম্বল তাদের কঠিন সময় পার করতে সহায়তা করবে। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের স্বেচ্ছাসেবকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা সবাই এই উদ্যোগকে স্বাগত জানান এবং ‘স্মাইল ইন লাইফ’-এর এমন মানবিক কাজের প্রশংসা করেন। উপস্থিত ব্যক্তিরা জানান, সংগঠনটি শুধু শীতবস্ত্র বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে নানাভাবে কাজ করছে।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে ‘স্মাইল ইন লাইফ’-এর সাধারণ সম্পাদক মোঃ বাপ্পী বলেন যে, স্মাইল ইন লাইফ সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। শুধু শীতবস্ত্র বিতরণ নয়, বরং সংগঠনটি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করছে, যার মধ্যে অন্যতম ‘ওয়ান ড্রপ ওয়াটার প্রকল্প’। এই প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানির নিশ্চয়তা প্রদান করা হচ্ছে, যা সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি বড় সুযোগ। এছাড়াও, সংগঠনটি বেকার তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে কাজ করছে। দরিদ্র জনগোষ্ঠীর জন্য শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক চাহিদা পূরণেও সংগঠনটি বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। তিনি আরও বলেন, মানবতার সেবায় কাজ করাই সংগঠনটির মূল লক্ষ্য, এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকরা, যাদের নিরলস পরিশ্রমে এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হয়। তাদের মধ্যে শিশির, রুমন, স্বজিব, সোহান, জাফর, বাঁধন, বিপুল, জামাল, জিয়া, বিপ্লব, ফয়সালসহ আরও অনেকে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। স্মাইল ইন লাইফের এই উদ্যোগ শুধু শীতার্তদের সহায়তাই নয়, এটি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সংগঠনের সদস্যরা বিশ্বাস করেন, সমাজের সকল স্তরের মানুষ যদি এভাবে একে অপরের পাশে দাঁড়ায়, তবে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই কমে আসবে। স্থানীয়রা আশা প্রকাশ করেন যে, স্মাইল ইন লাইফ ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে এবং আরও বেশি মানুষের পাশে দাঁড়াবে।

শীতের তীব্রতা থেকে দরিদ্র ও অসহায় মানুষদের রক্ষায় এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের বিভিন্ন স্তরের মানুষ যদি একত্রিত হয়ে এগিয়ে আসে, তবে শীতার্তদের দুর্ভোগ লাঘব করা সম্ভব হবে। স্মাইল ইন লাইফের মতো সংগঠনগুলো মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার যে দৃষ্টান্ত স্থাপন করছে, তা সমাজে আরও ইতিবাচক পরিবর্তন আনবে বলে সবাই মনে করছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, শিশির, রুমন, স্বজিব, সোহান, জাফর, বাঁধন, বিপুল, জামাল, জিয়া, বিল্পব, ফয়সাল, সহ প্রমুখ।

 

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে