আহসান হাবিব,পঞ্চগড়ঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন নিরপেক্ষ নির্বাচনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই, বাংলাদেশে গণতন্ত্রের যে নতুন দ্বার উন্মেচন হওয়া প্রয়োজন যেটি উন্মোচিত হতে পারে একটি স্বচ্ছ নির্বাচনে ভিত্তিতে সেই স্বচ্ছ নির্বাচন আমরা তার হাত ধরেই বাংলাদেশে দেখতে পারবো।

তিনি বলেন খুনি হাসিনা এই বাংলাদেশ থেকে লাখ কোটি টাকা চুরি করে নিয়ে বিদেশে গেছেন, সেই অর্থগুলো দিয়েই এখনো প্রোপাগান্ডা ছড়াচ্ছেন এবং চক্রান্ত করে যাচ্ছেন। এ বিষয়ে যেমন অন্তবর্তি সরকার যেমন তার জায়গা থেকে সচেতন থাকবে তেমনি রাজনৈতিক দলগুলোকেও সচেতন থাকতে হবে। আমাদের ভিতরের কোন মতপার্থক্যের সুযোগ কেউ যাতে নিতে না পারে। তিনি বলেন আমরা যদি সবার আগে দেশের স্বার্থের কথা চিন্তা করতে পারি তাহলে যেই স্পিরিডে অভূন্থান সম্ভব হয়েছে সেই স্পিরিডে সফল হওয়া সম্ভব। সারজিস বলেন ড. ইউনুস জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের মতামত নেন। বিশেষ করে জামাত বিএনপির সাথে তাদের মতামত নেওয়া কথা বলা। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি স্টুডেন্ট দাবী করেছে কিন্ত রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রকাশ না করায় অন্তর্বতি সরকার সেই জায়গা থেকে সরে গিয়েছে। তিনি বলেন বাংলাদেশের মানুষের কাছে ড. ইউনুসের গ্রহনযোগ্যতা আছে বলেই অভ্যূন্থান পরবর্তি তার নামটিই বলেছিল ছাত্ররা।

সারজিস সকালে পঞ্চগড় রেল স্টেশনের সৌন্দর্য বর্ধনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান, পঞ্চগড় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আদম সুফি, পৌর বিএনপির আহŸায়ক সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জামাতে ইসলামির নেতা নাজিমউদ্দিন সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিল। এর আগে সচিব ফিতা কেটে সৌন্দর্যবর্ধন কাজের ফলক উন্মেচন করেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে