মোঃ তানসেন আবেদীনঃ শতাধিক পণ্যে শুল্ক-কর আরোপ, টিসিবির ট্রাক সেল বন্ধ এবং ৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিলের প্রতিবাদে নারায়ণগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ জেলা কমিটির সদস্য এস এম কাদির এবং বর্ধিত ফোরামের সদস্য সাইফুল ইসলাম শরীফ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষের জীবন যখন বিপর্যস্ত, তখন নতুন করে শতাধিক পণ্যের ওপর ভ্যাট ও শুল্ক আরোপ শ্রমজীবী, কর্মজীবী নিম্ন আয়ের মানুষের জীবন আরও বিপদে ফেলছে। নেতৃবৃন্দ আইএমএফ-এর পরামর্শে এই করারোপকে অযৌক্তিক এবং জনবিরোধী আখ্যা দেন। তারা আরও অভিযোগ করেন, সারাদেশে টিসিবির ৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল করা হয়েছে, যা জনমনে প্রশ্ন তুলেছে। টিসিবির ট্রাক সেল বন্ধ করায় নিম্ন আয়ের মানুষ আরও সংকটে পড়েছে। নেতৃবৃন্দ বাজার সংস্কার করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবি তোলেন। তারা বলেন, শ্রমজীবী মানুষের জন্য সর্বজনীন রেশন ও ন্যায্যমূল্যের দোকান চালু করতে হবে এবং দেশের মানুষের জন্য শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে সামিল হতে হবে।

সমাবেশে বক্তারা নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া আদিবাসী গ্রাফিতি পুনরায় যুক্ত করার দাবি জানান। তারা অভিযোগ করেন, মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি পালনরত আদিবাসী শিক্ষার্থীদের উপর ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামক একটি সাম্প্রদায়িক সংগঠন বর্বর হামলা চালিয়েছে। এই হামলায় কয়েকজন আদিবাসী শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নেতৃবৃন্দ হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নারায়ণগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে