শহিদুল ইসলাম দইচঃ যশোরের ফুটপাত দখল, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যানজট নিরেশনে যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ অভিযান পরিচালনা করেছেন। আজ ১৫ জানুয়ারি বুধবার রাত আটটার দিকে যশোর শহরের গাড়িখানা রোড এবং মুজিব সড়ক সহ বিভিন্ন সড়কে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সয়ং যশোর জেলার পুলিশ প্রধান এসপি জিয়াউদ্দিন আহমেদ। অভিযান কালে উপস্থিত ছিলেন যশোর কোতোয়ালী থান অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) শেখ বাবুল আক্তার , পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ , ট্রাফিকের টি আই মো. মাহফুজুর রহমান ,ট্রাফিক পরিদর্শক জহির মজুমদার, ডিয়াই রইচ, তাহসিন, কসবা বাড়ির আই সি সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা গান।

যশোরের পুলিশ প্রধান জিয়াউদ্দিন আহমেদ এই প্রতিবেদককে বলেন, যশোর শহরকে যানজট মুক্ত করতে পুলিশ নিরলস কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় আজকের এই অভিযান। প্রথম দিনে ফুটপাত দখলে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হচ্ছে। তাদের স্থাপনা সরিয়ে নিয়ে ফুটপাত দখলমুক্ত করতে বলা এবং সচেতন করা হচ্ছে । ফুটপাত দখলমুক্ত হলে একদিকে নারী-পুরুষ শিশু এবং বয়োয়র বিরুদ্ধে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। যানজট মুক্ত হবে জনগণের মাঝে সস্তি আসবে। জনগণের মাঝে শান্তি স্বস্তির সুব বাতাস ববে।

এক প্রশ্নের জবাবে এসপি বলেন, পুলিশের কাজ দুষ্টের দমন সৃস্টের লালন। যশোর শহরে কোথাও ফুটপাত দখল করে যানজট সৃষ্টি করতে দেওয়া হবে না। এই অভিযান ধারাবাহিকভাবে চলবে। প্রথম দিনের জনসচেতনতার জন্য বোঝানো হল। প্রয়োজন হলে ফুটপাত দখলমুক্ত করতে পুলিস কঠোর অবস্থানে যাবে। দুষ্টের দমন এবং সৃষ্টির লালনের জন্য যশোর বাসীর কাছে বাঁশির সহযোগিতা চেয়েছেন এসপি। একই সাথে সাংবাদিকদের সংবাদ প্রকাশ করে জনসচেতনতা সৃষ্টিতে ফুটপাত দখল মুক্ত করতে সহযোগিতা পাশে থাকার আহ্বান জানান তিনি ।

যশোর নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে