শহিদুল ইসলাম দইচ, যশোর সংবাদদাতা।। যশোরে নগর ও সদর উপজেলা বিএনপি আয়োজিত ব্যতিক্রমী এক আনন্দ মিলন মেলায় সংগঠনের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সে স্বপ্ন পূরণ করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।ঐক্যবদ্ধ না থাকলে কাঙ্খিত স্বপ্ন পূরণ হবে না। সে বার্তা পৌঁছে দিতেই বিগত ফ্যাসিস্ট সরকারের দেয়া মিথ্যা মামলায় যারা জর্জরিত এবং নির্যাতিত হয়েছেন তাদের সম্মান জানানোর জন্যই আজকের এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামে নিপীড়িত জনতা ও স্বজনদের এক মিলনমেলাউত্তোর স্মৃতিচারণ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, কোতোয়ালি বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, বিশিষ্ট সাংবাদিক হারুন-জামিল,মহিলাদলের নেত্রী আনোয়ারা খাতুন আনু,যুবদল নেতা কামরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা নির্মল কুমার বিট প্রমূখ।
বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আজকে দেশের যে পরিবর্তন সাধিত হয়েছে তা একক কোন রাজনৈতিক দলের কৃতিত্ব নয়। ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা কাজ করেছে, অত্যাচার নির্যাতন সহ্য করে দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়েছে তাদেরকে আজ একতাবদ্ধ থাকতে হবে।
বিএনপি’র এ মিলনমেলায় এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল ১১ টা থেকে শুরু হওয়া এ মিলন মেলা শেষ হয় সন্ধ্যার আগে । মিলনমেলায় মিথ্যা মামলায় জর্জরিত ২৬’ শ নেতা কর্মী, শহীদ পরিবার,আহত পরিবার , আওয়ামী নির্যাতনে যাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, পুড়িয়ে দেয়া হয়েছে, ধর্মীয় নেতা, উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ, ক্রীড়া অঙ্গনের কর্মী, মানবাধিকার কর্মী এবং যারা গণআন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং যশোরের সর্বস্তরের পেশাজীবী নেতৃবৃন্দ সহ পাঁচ সহস্রাধিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।