তুহিন হোসেনঃ ঈশ্বরদীতে আদিবাসী পল্লীর বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ করেছে ঈশ্বরদী উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে পতিরাজপুর নিকরহাটার আদিবাসী পল্লীর ৬৫ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আদিবাসীদের মাঝে কম্বল বিতরন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ। কম্বল বিতরনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেহাব উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাসহ অনেকেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র আদিবাসীদের মাঝে বিতরণ করেছি ও পর্যায়ক্রমে ছিন্নমূল ও অসহায়দের মাঝে কম্বল বিতরন অব্যাহত রয়েছে।

 

পাবনা নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে