ফয়সল বিন ইসলাম নয়নঃ টঙ্গী ইজতেমা ময়দানে হামলাকারী সাদপন্থী সন্ত্রাসী খুনিদের ফাঁসি, কাকরাইল মারকাজ ও ইজতেমা ময়দানে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা,খুনি সন্ত্রাসী সাদ বাহিনীর সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিতে ভোলায় সড়ক অবরোধ করে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান কর্মসূচি পালন করে স্থানীয় ওলামা – মাশায়েক ও তৌহিদি জনতা।

ওলামা – মাশায়েক ও তৌহিদি জনতা আয়োজনে আজ সকালে থেকে ভোলা শহরের প্রধান প্রধানমামু সড়কগুলো ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার আয়োজনে বিভিন্ন এলাকা থেকে এসে জরো হয়ে সড়ক অবরোধ করেন আলেম ওলামাগন।

এসময় বক্তব্য রাখেন মাওলানা মিজানুর রহমান, মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, মাওলানা আতাউর রহমান মোমতাজি, মাওলানা তরিকুল ইসলাম তারেক সহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, ভোলা সদর মডেল থানায় সাদপন্থীদের বিরুদ্ধে মামলা করতে গেলে সদর থানা মামলা না নেওয়ায় এবং ভোলা থেকে সাদপন্থীদের বের করার উদ্দেশ্যে এ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। যতদিন পর্যন্ত সাদ পন্থীরা ভোলা জেলা ত্যাগ না করবে ততদিন পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে ঘোষণা করেন বক্তৃারা।

সকাল থেকে শুরু হয়ে সড়ক অবরোধ করে দুপুর ২ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলে ঘোষণা দেন বক্তারা। এ সময় সবগুলোতে তীব্র যানজট দেখা যায়।শহড়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

 

ভোলা নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে