শহিদুল ইসলাম দইচঃ যশোরে অস্ত্র, বিস্ফোরকসহ ৪টি মামলায় আওয়ামী লীগের ১৬৭ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছে। এর মধ্যে ৪২জনকে জামিন দিয়েছেন বিচারক এবং অন্যদের কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল ও গোলাম কিবরিয়ার আদালতে তারা আত্মসমর্পণ করেন।
যশোরের কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন জানান, দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালালের আদালতে অভয়নগর থানার ২টি মামলায় ১০৫জন ও কেশবপুর থানার একটি মামলায় ৪২জন আওয়ামী লীগ নেতাকর্মী আত্মসমর্পণ করেন। শুনানিশেষে বিচার কেশবপুর থানার মামলায় আত্মসমর্পণকারী ৪২ জনকে জামিন দেন। এছাড়া, অভয়নগর থানার মামলার ১০৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর আরও জানান, এছাড়া কোতোয়ালি মডেল থানার একটি মামলায় আওয়ামী লীগের ২০ নেতাকর্মী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক শুনানিশেষে তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যশোর নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ