মোঃ তানসেন আবেদীনঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডে সড়কে শৃঙ্খলা ফেরানো ও যানজট কমাতে বন্দর উপজেলা প্রশাসন বিশেষ কার্যক্রম পরিচালনা করেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মহাসড়কের যানজট কমানোর জন্য বাস কাউন্টারগুলোকে পূর্ব প্রান্তে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ সময় বন্দর থানার ওসি তরিকুল ইসলাম, কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আলরাজি লিয়ন, সাংবাদিক আতাউর রহমান, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন, ধামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি জাহিদ খন্দকার, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বাস মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে পার্কিং ব্যবস্থাপনা এবং বাস কাউন্টারগুলো নির্দিষ্ট জায়গায় স্থাপন করা জরুরি। এ বিষয়ে পরিবহন মালিক এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে