তুহিন হোসেনঃ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাপছে দেশের উত্তরের জনপদ ঈশ্বরদী। আজ শনিবার (৭ ডিসেম্বর) পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রী সেলসিয়াস। যা এ বছরের সর্বনিন্ম তাপমাত্রা হিসেবে রেকর্ড গড়েছে।

গত কয়েকদিন ধরেই আশপাশের অন্যান্য উপজেলার চেয়ে ঈশ্বরদীর তাপমাত্রা অপেক্ষাকৃত কম রেকর্ড করা হচ্ছে। ফলশ্রুতিতে সন্ধ্যা নামার আগেই শীত জেকে বসছে এ জনপদে। রাতে কনকনে শীতের পাশাপাশি ঘন কুয়াশার উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। সকালে সূর্যের দেখা মিলছে অপেক্ষাকৃত দেরিতে। যার ফলে দূর্ঘটনা এড়াতে আঞ্চলিক এবং মহাসড়ক গুলোতে হেড লাইট জ্বালিয়ে চলছে দুরপাল্লার গাড়ী।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষক মো: নাজমুল ইসলাম জানান, আজ সকাল ৬ টায় ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রী সেলসিয়াস। যা কিনা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এ অঞ্চলের।

পাবনা নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে